Topic: মেগার

No Comments

Topic Name : How to work megger.



মেগার কি?

মেগার এমন একটি যন্ত্র যার সাহায্যে বৈদ্যুতিক বর্তনী, মেশিন, ট্রান্সফর্মার ইত্যাদির ইন্সুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। মেগারকে একটি হস্ত চালিত জেনারেটর বলা হয় যা 1889 সাল হতে ব্যবহার হয়ে আসছে। তবে 1920 সালের পর থেকে এর ব্যবহার ও জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। এরই ধারাবাহিতায় বর্তমানে অনেক আধুনিক অপশনসহ  বিভিন্ন সংস্করণের মেগার বাজারজাত হচ্ছে যা এর প্রয়োগ এবং ব্যবহারকে আরও সহজ করে তুলেছে।


মেগার এর বিবরণ :


* ইন্সুলেশন রেজিস্ট্যান্স পরীক্ষানের মৌলিক পদ্ধতি

* ইন্সুলেশন টেস্ট কি

* ইনসুলেশন টেস্টার(মেগার) সংযোগ পদ্ধতি

* ইন্সুলেশন টেস্টার ও আর্থ রেজিস্টেন্স টেস্টারের মধ্যে পার্থক্য।


মেগার কেনো এবং কি কাজে ব্যবহার করা হয় 👇👇


সাধারণ ভাবে বলা যায় মেগার রেজিস্ট্যান্স মাপার যন্ত্র বিশেষ যা ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত বিভিন্ন ইনসুলেটরের রেজিসট্যান্স পরিমাপ করার জন্য ব্যবহার করার হয়। আদ্রতা, তাপ, চাপ এবং ধুলোবালির প্রভাবে বিভিন্ন ইলেকট্রিক ইকুইপমেন্টের ইন্সুলেশন ক্ষতিগ্রস্ত হতে থাকে । তাই বড় ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য নিয়মিত ইন্সুলেশন পরিমাপ করতে মেগার ব্যবহৃত হয়।


*.  ইলেকট্রিক্যাল ক্যাবল এর ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করার জন্য মেগার বা  মেগা-ওহম -মিটার ব্যবহার করা হয়।

*    ইলেকট্রিক্যাল মোটর, জেনারেটর, ট্রান্সফরমারের উইন্ডিং  ইন্সুলেশন লেভেল পরিমাপ করার জন্য মেগার বা মেগা ওহম মিটার ব্যবহার করা হয়।

*. ইনসুলেটিং অয়েলের ইন্সুলেশন টেস্ট করার কাজে এটি ব্যবহার হয়। 

 *. বিভিন্ন প্রকার সার্কিট ব্রেকার টেস্ট করার জন্য মেগার বা মেগা ওহম মিটার ব্যবহার করা হয়।

 * এছাড়া শর্ট সার্কিট টেস্ট ও ওপেন সার্কিট টেস্ট করতেও মেগার বা মেগা ওহম মিটার ব্যবহার করা হয়।

Usage এর উপর ভিত্তি করে মেগার কে দুই ভাগে আলাদা করা যায় যেমন -


1. ইলেকট্রনিক মেগার

ইলেকট্রনিক মেগার ব্যাটারী চালিত একটি ওহম মিটার ( রেসিস্ট্যান্স মাপার যন্ত্র ) মাত্র। এটি আবার এনালগ ও ডিজিটাল এই দুই ধরনের হয়ে থাকে। তাই মিটারটি এনালগ অথবা ডিজিটাল ডিসপ্লের সমন্বয়ে গঠিত। দুই ধরনের মিটারের ক্ষেত্রেই একটি হাই ভোল্টেজ ইনভার্টার থাকে যা উচ্চ রেজিস্ট্যান্স পরিমাপের জন্য প্রয়োজনীয়  উচ্চ ভোল্টেজ তৈরি করে। এছাড়া ইন্সুলেশন পরিমাপের জন্য দুটি নব বা লিড থাকে। আর একটি সিলেকশন সুইচ থাকতে পারে যার সাহায্যে রেঞ্জ সিলেক্ট করা যায়। অনেক আধুনিক মেগার আছে যা অটো সিলেক্ট হিসেবে কাজ করে। তাই সেগুলোতে সিলেকশনের জন্য আলাদা কোন সুইচ থাকে না। একটি পুশ বাটন সুইচ থাকে যার সাহায্যে রেজিস্ট্যান্স পরিমাপের সময় ইনভার্টার চালু করে ডিসপ্লে হতে আকাঙ্ক্ষিত পাঠ নেয়া হয়।


ইলেকট্রনিক মেগারের সুবিধা:

অ্যাকুরেসি খুব বেশি।

আইআর মানটি ডিজিটাল টাইপ, পড়া সহজ।

একজন ব্যক্তি খুব সহজেই পরিচালনা করতে পারেন।

খুব ভিড়যুক্ত জায়গাতেও নিখুঁতভাবে কাজ করে।

বহনযোগ্য এবং ব্যবহারে নিরাপদ।

ইলেকট্রনিক মেগারের অসুবিধা:

পাওয়ার সাপ্লাইয়ের জন্য বাহ্যিক উৎসের অর্থাৎ ড্রাইসেল এর প্রয়োজন।

তুলনামূলক ব্যয়বহুল।


ইলেকট্রনিক মেগারের অসুবিধা:

পাওয়ার সাপ্লাইয়ের জন্য বাহ্যিক উৎসের অর্থাৎ ড্রাইসেল এর প্রয়োজন।

তুলনামূলক ব্যয়বহুল।


2. অ্যানালগ মেগার


এই instrument টি একটি ডিসি জেনারেটর এর সাথে একটি ওহম মিটার থাকে। ডিসি জেনারেটর সাধারণত অশ্ব পাওয়ার হয়ে থাকে আর এর জন্য প্রয়োজনীয় মেকানিজম এর ব্যবস্থা থাকে। এছাড়া একটি ক্লাচের ব্যবস্থা থাকে যাতে   জেনারেটরটি নির্দিষ্ট টেস্টিং কারেন্ট উৎপাদন করতে পারে। এতে ইনসুলেশন পরিমাপ করার জন্য দুটি নব বা লিড থাকে।

বিস্তারিত পরবর্তী টপিক এ দেওয়া হবে ধন্যবাদ।