Topic : power factor

No Comments



Topic Name : How to pfi improvement!


আজকের টপিক পি এফ আই মানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। পাওয়ার ফ্যাক্টর নিয়ে অনেক এর অনেক প্রশ্ন মাথায় ঘুরছে।আজ সবার প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে বলে আশা করছি।পাওয়ার ফ্যাক্টর নিয়ে এই লেখাটা আমি আমার নিজের ভাষায় উপস্থাপন করলাম।কেউ বুঝতে না পারলে কমেন্ট এ জানাবেন প্লিজ।


একটা কথা সবাই মনে রাখবেন যদি কোন লোড এ কয়েল কানেকশন থাকে তবে সেই লোড টা lagging এ চলছে।আর যদি কোন লোডে Capacitor কানেকশন থাকে তাহলে সেই লোড টা Leadding তে চলছে।


যদি লোডগুলা অতিরিক্ত ল্যাগিং বা লিডিং এ চলে তাহলে কোন টাই ভাল হবে না,এতে বিদ্যুৎ বিল বেশি আসবে।মেশিন এর ক্ষতি হবে।কর্ম দক্ষতা কমে যাবে। যদি লোড ইউনিটি তে হয় তাহলে বিদ্যুৎ বিল বেশি আসবে না আর মেশিনেরও ক্ষতি হবে না।


এখন আমরা বুঝব কিভাবে যে লোড টা কিসে চলছে।ল্যাগিং, লিডিং নাকি ইউনিটি।আমি একটা গনিত করব। গনিত টা মনযোগ দিয়ে বুঝলে আপনারা এই টোটাল সিস্টেম টা বুঝতে পারবেন বলে আমি আশা রাখি।কোন চাকরির ইন্টারভিউ তে আপনাকে পাওয়ার ফ্যাক্টর নিয়ে প্রশ্ন করলে ঠিক এভাবেই প্রশ্ন করবে।


প্রশ্ন: আপনার ফ্যাক্টরিতে টোটাল লোড ২০০০০ ওয়াট। আপনি ক্যালকুলেশন করে কত মানের ক্যাপাসিটর দিয়ে পি এফ আই বানাতে হবে তা দেখান।


উত্তর: আমার টোটাল লোড ২০০০০ ওয়াট বা ২০০০০/১০০০=২০ কিলোওয়াট।এখন কিলোওয়াট থেকে কেভিএ তে প্রকাশ করব।২০/০.৮=২৫ কেভিএ।আমার টোটাল লোড ২৫ কেভিএ।আমার ইনপুট ট্রান্সফরমার হবে এর থেকে ৫০% বেশি।কারন আমি ভবিষ্যৎ এ লোড আরো বাড়াতে পারি।সুতরাং ২৫+এই ২৫ কেভিএ এর ৫০% বা ২৫+১২.৫= ৩৭.৫ কেভিএ।কিন্তু আমি ৩৭কেভিএ ধরে নিছি।৩৭কেভিএ ট্রান্সফরমার আমাকে ইনপুটে বসাতে হবে।প্রথমে পাওয়ার ফ্যাক্টর কত তা বের করতে হবে সূত্র:Cos¢=Load Kw/Input Transformer

Kva বা,Cos¢= 20/37=0.54 lagging.


এখানে ল্যাগিং হল কেন,কিভাবে বুঝবেন?


কারন ফ্যাক্টরি তে কয়েল কানেকশন এর লোড বেশি হয়।যেমন ৩ ফেজ মোটর গুলা।এখন আমাকে এই 0.54 ল্যাগিং মান কে ইউনিটি বা 1 এর কাছাকাছি মানে আনতে হবে।এর জন্য স্টাটিক ক্যাপাসিটর সংযোগ করতে হবে।


তো ক্যাপাসিটর এর মান টাই বা কত?


এখানে,ইনপুট ভোল্টেজ 400 ভোল্ট কারন ট্রান্সফরমার থেকে ৩ ফেজ ৪০০ ভোল্টই আসবে।


ফ্রিকোয়েন্সি ৫০ হার্জ


Cos¢ = 0.54 lagging


কারেন্ট,I= Kw*1000/V*PF*1.73


=20*1000/400*0.54*1.73


=53.45 Amp


এখন, 0.54 lagging Power Factor এ P=1.73*VICos¢


=1.73*400*53.45*0.54


=19.9999Watt


=20 KW


এখন, Cos¢1=0.54


বা,¢1=Cos-1(0.54)


বা,¢1=57.31 ডিগ্রি


পাওয়ার ফ্যাক্টর এর আর্দশ্য মান ০.৯৫ সো আমাকে এই মানে আনতে হবে।


সুতরাং, Cos¢2= 0.95


বা,¢2=Cos-1 (0.95)


=18.19 ডিগ্রি


এখন KVAR= Kw(tan¢1-tan¢2)


=20(tan 57.31-tan 18.19)


=20*1.22


=24.4Kvar


এখন, Ic=KVAR/V


=24.4*1000/400


=61


আবার,


Ic=V*2πfc


বা,v*2πfc=Ic


বা,c=61/V*2πf


=61/400*2*3.1416*50


=4.85422*10 -04


কিন্তু এখানে মাইক্রোফ্যারাড দিয়ে প্রকাশ করতে হবে।


১ মাইক্রোফ্যারাড সমান ১০^-৬ ফ্যারাড


সুতরাং এই 4.85422 এর সাথে 100 গুন করে দিলেই হয়ে যাচ্ছে।= 485.42*10 -6 micro farad এই মানের ক্যাপাসিটর প্যারালাল এ সংযোগ করতে হবে।পি এফ আই এ সব সময় ক্যাপাসিটর প্যারালাল এ সংযোগ করতে হয়।


একবারে এই 485 মানের ক্যাপাসিটর ১ টা দিয়ে পি এফ আই বানানো যাবে না।সেক্ষেত্রে ৩ টা 100 আর ১ টা 85 এই মোট ৪ টা ক্যাপাসিটর প্যারালাল এ সংযোগ দিয়ে পিএফ আই বানাতে হবে।


আশা করি সবাই বুঝতে পারছেন।¢ এই চিহ্ন কে আমি থিটা বলেছি।আপনারা বুঝে নিয়েন।কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন।কোন প্রকার ভুল হলে ভুল টা ধরিয়ে দিবেন প্লিজ।