Topic Name : লাইটিং এরেস্টার
লাইটিং এরেস্টার কী?
লাইটিং এরেস্টার হলো এমন এক ধরনের ডিভাইস যা ওভারহেড বৈদ্যুতিক লাইন এর নিরাপত্তার জন্য কিংবা বিভিন্ন ওভারহেড ইলেকট্রিক্যাল instrument কে রক্ষাকারী হিসাবে ব্যবহৃত হয়। এই ডিভাইস টি ব্যাবহার করার মূল কারণ হচ্ছে এটি ব্যাবহারের ফলে বৃষ্টির দিনে আকাশে বজ্রপাতের ⛈ কারণে সৃষ্ট ওভার ভোল্টেজ যার রেটিং লক্ষাধিক ভোল্টেজ এর হয়ে থাকে যা ওভারহেড বৈদ্যুতিক লাইনে অথবা বৈদ্যুতিক খুঁটি তে আছড়ে পরলে বৈদ্যুতিক ডিভাইস কিংবা instrument নষ্ট হয়ে যায়। তাই এই সব দুর্ঘটনার আশঙ্কা থেকে রক্ষা পেতে ওভারহেড বৈদ্যুতিক লাইনে বা খুঁটির মাথায় একটি বিশেষ ধরনের ডিভাইস ব্যবহার করা হয় সেটাই হলো লাইটিং এরেস্টার।
লাইটনিং এরেস্টারের বৈশিষ্ট্য
লাইটনিং এরেস্টার কে চেনার জন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিচে দেওয়া হল:
লাইটিং এরেস্টার এক বা একাধিক গ্যাপ থাকে যার মধ্য দিয়ে আর্ক সৃষ্টি হয় এবং ওই আর্ক নির্বাপনের একটা নির্দিষ্ট ব্যবস্থাও থাকে।
স্বাভাবিক অবস্থায় লাইটেনিং এরেস্টার মধ্যে কিন্তু কোন কারেন্ট প্রবাহিত হয় না। যখনই লাইনের মধ্যে হাই ভোল্টেজ বা সার্জ ভোল্টেজের উদ্ভব ঘটে তখনই কিন্তু লাইটনিং এরেস্টার এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়।
লাইটিং এরেস্টার এর প্রয়োজনীয়তা
ইলেকট্রিক্যাল সিস্টেমে হঠাৎ করে ভোল্টেজ অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায় যেমন ধরুন লাইটনিং ইফেক্ট, সার্কিট বেকার ওপেন না হওয়া, লোড বিচ্ছিন্ন করা ইত্যাদি কারণে ওভারহেড লাইন গুলোতে খুব কম সময়ের জন্য ভোল্টেজ অস্বাভাবিকভাবে বেড়ে যায় যাকে সার্জ ভোল্টেজ বলা হয়।
এবং আকাশে যখন বজ্রপাতের সৃষ্টি হয় তখনও কিন্তু ইলেকট্রিক লাইনগুলোতে হাইভোল্টেজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকে এবং ওই সময় যদি কোন সঠিক নিরাপত্তা ব্যবস্থা না থাকে তখন কিন্তু ইলেকট্রিক লাইনের সাথে যুক্ত সমস্ত যন্ত্রপাতি যেমন ধরুন ট্রান্সফর্মার, সুইচগিয়ার সবকিছু একদম নষ্ট হয়ে যাবে আর তাই এই সমস্ত যন্ত্রপাতিগুলো কে রক্ষা করার জন্য প্রত্যেকটি ইলেকট্রিক্যাল সিস্টেমে রক্ষাকবচ বা প্রটেক্টিভ ডিভাইস হিসেবে লাইটনিং এরেস্টারের প্রয়োজনীয়তা অনেক বেশি।
লাইটিং এরেস্টার কত প্রকার
লাইটিং এরেস্টার হলো নিম্ন লিখিত প্রকার
1. রড গ্যাপ এরেস্টার
2. স্ফেয়ার গ্যাপ এরেস্টার
3. হর্ন গ্যাপ এরেস্টার
4. মাল্টিপল গ্যাপ এরেস্টার
5. ইমপালস প্রটেক্টিভ গ্যাপ এরেস্টার
6. ইলেকট্রোলাইটিক এরেস্টার
7. এক্সপালশন টাইপ এরেস্টার
8. ভালব টাইপ লাইটনিং এরেস্টার
9. থাইরাইট লাইটনিং এরেস্টার
10. অটো ভালব এরেস্টার
11. অক্সাইড ফিল্ম এরেস্টার
12. মেটাল অক্সাইড লাইটনিং এরেস্টার।