Topic Name : আইসোলেটর

No Comments



Topic Name : আইসোলেটর কী?


আইসোলেটর হচ্ছে এমন একটি সুইচ, যাকে যান্ত্রিক বিনা লোডে অন বা অফ করা যায়।


আইসোলেটর কোথায় বা কেনো ব্যবহার করা হয়?


সার্ভিস মেইন লাইনের সঙ্গে সংযুক্ত যন্ত্রপাতি কিংবা equipment মেরামতের উদ্দেশ্যে যন্ত্রপাতিকে সার্ভিস মেইন লাইন হতে বিচ্ছিন্ন করার জন্য এবং ট্রন্সমিশন লাইনের চার্জিং কারেন্টকে বন্ধ অবস্থায় রাখার  জন্য আইসোলেটর ব্যবহার করা হয়ে থাকে।


সার্কিট ব্রেকারের উভয় পার্শ্বে আইসোলেটর কেন সংযোগ থাকে?


যখনই কোন লো-ভোল্টেজ লাইনে অথবা রেসিডেনসিয়াল কার্যে মেরামত বা মেইনটেন্যান্স করা হয়, তখনই কোন ইলেকট্রিশিয়ান মেইন সুইচ অফ করে দিয়ে সুইচ এর ফিউজ ব্রিজ খুলে নিজের পকেটে রেখে কাজ কর্মে নিশ্চয়তা বোধ করে এবং এটাই নিয়ম। এতে অধিকতর নিরাপত্তা বজায় থাকে। কারন, ভূলবশত কেউ মেইন সুইচ অন করে ‍দিলে লইনে কার্যরত অপারেটরের দুর্ঘটনা ঘটবে। ঠিক তেমনি হাই টেনশন লাইনের ফল্ট সরানোর সময় বা মেইনটেন্যান্সের সময় সার্কিট ব্রেকার অপারেট করানোর পরেও আইসোলেটর দ্বারা লাইনকে সম্পূর্নরূপে বিযুক্ত করে একজন ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান অধিকতর নিশ্চিত মনে কাজ করতে পারে। অনেক সময় ভুলবশত সার্কিট ব্রেকার অন হয়ে যেতে পারে। কারন, এটি প্রায়ই রিমোট কন্ট্রোল টাইপ হয়ে থাকে। কিন্তু নির্দিৃষ্ট স্থানে ব্যক্তিবিশেষ না গিয়ে আইসোলেটর অন বা অফ করতে পারে না। এ ছাড়া সার্কিট ব্রেকারকে মেইনটেন্যান্স বা মেরামত করার জন্য এর উভয় পার্শ্বে আইসোলেটর লাগানো থাকলে সহজে আইসোলেটর খুলে সার্কিট ব্রেকারকে মেরামতের জন্য বাহিরে আনা যায়। কাজেই অপারেটর বা ইলেকট্রিশিয়ানদের অধিক নিশ্চয়তার মধ্যে কাজ করার জন্য সিস্টেমে সার্কিট ব্রেকার লাগানো সত্ত্বেও আইসোলেটর লাগানো হয়।


আইসোলেটরের প্রকারভেদ :


ভার্টিক্যাল ব্রেক টাইপ

হরিজন্টাল ব্রেক টাইপ ( সেন্টার ব্রেক অথবা ডাবল ব্রেক )

ভার্টিক্যাল প্যান্টোগ্রাফ টাইপ।


কোন সার্কিটে আইসোলেটর ওপেন করতে হলে কী করতে হয়?


প্রথমে সার্কিট ব্রেকার ওপেন করতে হবে;

এরপর আইসোলেটর ওপের করতে হবে;

আর্থিং সুইচ বন্ধ করতে হবে।


সার্কিটে আইসোলেটর বন্ধ করার সময় কি করতে হবে?

প্রথমে আর্থিং সুইচ ওপেন করতে হবে;

এরপর আইসোলেটর বন্ধ করতে হবে;

সার্কিট ব্রেকার বন্ধ করতে হবে