#ট্যান_ডেল্টা_টেস্ট #ট্রান্সফরমার
#ট্যান_ডেল্টা_টেস্ট কি?
👉মূলত যেকোন ট্রান্সফর্মারের বুশিং, ওয়েলের ইনসুলেটিং লেভেল, ওয়াইন্ডিং এর ইনসুলেটিং লেভেল, বুশিং এর লস, ওয়েন্ডিং গুলোতে নিরোধক আচরণের ফলাফল (ভালো, খারাপ দিক, চলবে নাকি, চলবে না) ইত্যাদি দিক পর্যবেক্ষণের এর জন্য যে টেস্ট করা হয় সেটাই মূলত ট্যান ডেল্টা টেস্ট।
👉ট্যান ডেল্টা পরীক্ষার #মূল_উদ্দেশ্য হল ট্রান্সফরমারের নিরাপদ এবং নির্ভরযোগ্য কার্যকারিতা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করা।
👉এই টেস্ট সাধারনত ট্রান্সফরমারের তিনটি অংশে হয়ে থাকে :
১) ওয়েল
২) ওয়েল্ডিং
৩) বুশিং
👉 পিওর অবস্থায় ভোল্টেজ এবং কারেন্ট ৯০° অ্যাঙ্গেলে অবস্থান করে। কিন্তু যখন ট্রান্সফরমারের অয়েল, ওয়্যান্ডিং, বুশিং ইত্যাদি নানা কারণে ক্ষতিগ্রস্ত হয় ময়েশ্চার জমে তখন নানা কারণে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেল ৯০° হতে কমতে থাকে। #Tan_Delta টেস্টের মাধ্যমে অ্যাঙ্গেল পিওর অবস্থা হতে কতটুকু কমে গেল তা জানা যায় তাই এই টেস্টের অপর নাম #লস_অফ_অ্যাঙ্গেল_টেস্ট । তাছাড়া অপচয় ফ্যাক্টর এবং ক্যাপ্যাসিট্যান্স মানগুলির গণনা করা এবং তাদের অনুপাত নির্নয় করা হয়ে থাকে তাই একে #Dissipation_Test ও বলা হয়।