#ইলেকট্রিক্যাল মেশিন ( ইন্ডাকশন মোটর)
ইন্ডাকশন মোটরের স্কিউয়িং কি? ইন্ডাকশন মোটরে স্কিউয়িং কেন ব্যবহার করা হয়?
স্কিউয়িং: স্কুরেল কেজ রোটরের কন্ডাকটর বা স্লট গুলো শ্যাফট এর সাথে সমান্তরাল অবস্থায় থাকে না, সামান্য কৌনিক অবস্থানে থাকে। শ্যাফটের সাথে রোটর স্লট গুলো কৌনিক ভাবে স্থাপন করাকে স্কিউয়িং বলে।
স্কিউয়িং করা উদ্দেশ্য:
১.এটি রোটরের গতির চুম্বকীয় হামিং কমিয়ে মোটরকে সঠিক ভাবে চলতে সাহায্য করে।
২.এটি রোটরের ম্যাগনেটিং লকিং হওয়ার প্রবণতা দূর করে।
৩.রোটর কন্ডাক্টরের দৈর্ঘ্য বৃদ্ধি পায় ফলে স্টাটিং টর্ক বৃদ্ধি পায়।
৪.মোশিনের ইম্পিড্যান্স বৃদ্ধি পায়।
৫.স্লিপের মান বৃদ্ধি পায়।