স্টার ডেল্টা কানেকশনের পার্থক্য

No Comments

 

ডেল্টা এবং ওয়াই সিস্টেমের তুলনামূলক সুবিধা এবং অসুবিধাগুলো।


ডেল্টা সংযোগের সুবিধা:

ক) অধিক পাওয়ার এবং অধিক কারেন্ট সম্পন্ন লোডের পরিচালনার ক্ষেত্রে ডেল্টা সংযোগ ব্যবহার করা হয়।

খ) ডেল্টায় সংযুক্ত মোটর অধিক পাওয়ার গ্রহণ করে অধিক টর্ক উৎপন্ন করে চলতে পারে।

গ) পাওয়ার ফ্যাক্টর উন্নয়নের জন্য ডেল্টায় সংযুক্ত ক্যাপাসিটর ব্যাংকের প্রতি ফেজের ক্যাপাসিটেন্সের মান কম হয় এবং খরচ কম হয়।


ডেল্টা সংযোগের অসুবিধা:

ক) ডেল্টা সংযোগে কোন নিউট্রাল পয়েন্ট থাকে না।

খ) ডেল্টায় কারেন্ট বেশি বিধায় অল্টারনেটরের কয়েল মোটা তারের হতে হয়।

গ) ডেল্টা সংযোগে অল্টারনেটর , ট্রান্সফরমার ওয়াইন্ডিং-এ তামার পরিমাণ বেশি লাগে ফলে খরচ বেশি।


স্টার সংযোগের সুবিধা:

ক) স্টার সংযুক্ত সার্কিটে নিউট্রাল পয়েন্ট থাকায় প্রয়োজনবোধে নিউট্রাল তার ব্যবহার করা যায়।

খ) স্টার সংযুক্ত লোডে , ৪ তার অথবা ৩ তার ব্যবহার করে ও লোড পরিচালনা করা যায়।

গ) স্টার সংযুক্ত অল্টারনেটরের তার চিকন হলেই চলে।

ঘ) স্টার সংযুক্ত সার্কিটের আউটপুটে বেশি ভোল্টেজ পাওয়া যায়।


স্টার সংযোগের অসুবিধা:

ক) অধিক পাওয়ার এবং কারেন্ট সম্পন্ন লোড পরিচালনার জন্য স্টার সংযোগ ব্যবহার যায় না।

খ) কম কারেন্ট পাওয়া যায়।


আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা চেষ্টা করবো সেই বিষয়গুলো আমাদের পোস্টে অন্তর্ভুক্ত করতে । 

ধন্যবাদ।

Electrical Engineering Bangla