Distribution Sub-station কাকে বলে?

No Comments



 আজ শিখবো সাব-স্টেশনের গুরুত্বপূর্ণ কিছু বিষয়.... 


Distribution Sub-station কাকে বলে? 


উওরঃ

বাসা-বাড়ি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ ইত্যাদি সাধারন ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ যেখান থেকে করা হয়, সেটাই ডিস্ট্রিবিউশন সাব-স্টেশন বলে। 


প্রশ্নঃ ১১কেভি সাব-স্টেশনের কি কি ইকুপমেন্ট থাকে?


উওর:

১.  ট্রান্সফরমার

২.  LT সুইচগিয়ার

৩.  HT সুইচগিয়ার ও

৪. PFI প্যানেল। 


প্রশ্নঃ সুইচগিয়ার কত প্রকার?


উওর: ২ প্রকার..... 

১.  LT সুইচগিয়ার

২.  HT সুইচগিয়ার


প্রশ্নঃ LT & HT সুইচগিয়ার বলতে কি বুঝ?


উওরঃ LT সুইচগিয়ারঃ

সাব-স্টেশনের লো-সাইডের বৈদ্যুতিক ব্যবস্থাকে সুইচিং,কন্ট্রোলিং এবং রক্ষাবেক্ষণ  করার প্রক্রিয়াকে LT সুইচগিয়ার বলে।


উওরঃ HT সুইচগিয়ারঃ

সাব-স্টেশনের হাই-সাইডের বৈদ্যুতিক ব্যবস্থাকে সুইচিং,কন্ট্রোলিং এবং রক্ষাবেক্ষণ  করার প্রক্রিয়াকে HT সুইচগিয়ার বলে।


প্রশ্নঃ কি ধরনের সার্কিট ব্রেকার LT & HT ব্যবহার করা হয়?


উওরঃ 

LT সুইচগিয়ারঃ

MCB, MCCB, ACB সার্কিট ব্রেকার

HT সুইচগিয়ারঃ

VCB,LBS  সার্কিট ব্রেকার।


প্রশ্নঃ সার্কিট ব্রেকার কি?

উওরঃ সার্কিট ব্রেকার হচ্ছে এক ধরনের সুইচিং ডিভাইস, যা দ্বারা বৈদ্যুতিক সার্কিটকে সাপ্লাই এর সাথে সংযুক্ত ও বিচ্ছিন্ন করা যায়। তবে সার্কিট ব্রেকারের সবচেয়ে বড় কাজ হল,যখন অতিরিক্ত কারেন্ট বা ত্রুটিপুর্ণ কারেন্ট লাইনে প্রবাহিত হয়,তা থেকে সার্কিটকে অটোমেটিক রক্ষা করা।


প্রশ্নঃ কি ধরনের সার্কিট ব্রেকার সাব-স্টেশনে ব্যবহার করা হয়?


উওরঃ MCB, MCCB, ACB সার্কিট ব্রেকার, VCB & LBS সার্কিট ব্রেকার।


প্রশ্নঃ LT & HT সাইডের মেইন কাজ কি?


উওরঃ

HT সুইচগিয়ার মূলত ট্রান্সফরমার কে সাট-ডাউন করানো LT সুইচগিয়ার মূলত লোড কে কন্ট্রোল করে অথবা রক্ষা করে।


প্রশ্নঃ PFI কি?

পাওয়ার ফ্যাক্টর ইম্প্রোভমেন্ট যা পাওয়ার ফ্যাক্টর ইম্প্রোভমেন্ট করে।


প্রশ্নঃ কেন PFI ব্যবহার করা হয়?


উওরঃ কারন আমাদের ট্রান্সমিশন লাইনে ভোল্টেজ এবং কারেন্ট এর কারনে একটি এঙ্গেল সৃস্টি হয় যা লস হিসাবে ধরা হয়।এই লস কে কমানোর জন্য পাওয়ার ফ্যাক্টর ইম্প্রোভমেন্ট ব্যবহার করা হয়।


প্রশ্নঃ PFI রেটিং কিভাবে নিতে হয়?


উওরঃ ট্রান্সফরমারের রেটিং এর ৬০% হিসাবে নিতে হয়।


প্রশ্নঃ PFI স্টেপ কি এবং কিভাবে স্টেপ সিলেকশন করতে হয়?


উওরঃ

ট্রান্সফরমারের রেটিং যদি ১০০কেভি থেকে ২৫০কেভি পর্যন্ত তাহলে ৬ স্টেপের ১টা, 

ট্রান্সফরমারের রেটিং যদি ৩১৫ কেভি থেকে ২০০০কেভি পর্যন্ত তাহলে ১২ স্টেপের ১টা & 

ট্রান্সফরমারের রেটিং যদি ২৫০০কেভি থেকে ৪০০০কেভি পর্যন্ত তাহলে ১২ স্টেপের ২টা


প্রশ্নঃ সাব-স্টেশনে LT & HT সাইড কোন অংশ কে বলে?


উওরঃ ৩৩কেভি থেকে ১১কেভি পর্যন্ত ট্রান্সমিশন লাইন কে বলা হয় HT সাইড এবং ১১ কেভি থেকে ০.৪কেভি (৪০০ভোল্ট) পর্যন্ত ট্রান্সমিশন লাইন কে বলা হয় LT সাইড।


প্রশ্নঃ কেন ডিস্ট্রিবিউশন লাইনে ৪০০০কেভিএ এর বেশি ট্রান্সফরমার ব্যবহার করা হয় না?

উওরঃ কারন ৪০০০কেভিএ এর উপরের ট্রান্সফরমারের জন্য সার্কিট ব্রেকার নেই তাই ব্যবহার করা হয় না।