IGBT কি…???
এবং IGBT কি কিভাবে কাজ করে?
IGBT এর পুরো নাম Insulated Gate Bipolar Transistor. ইহা এক ধরনের ট্রানজিস্টর। একটি Bipoler Transistor solid state device switch যাহা ব্যবহার হয় on State এ power flow করতে এবং off State এ power flow বন্ধ করতে ।এটি একটি পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস যা প্রাথমিকভাবে একটি ইলেকট্রনিক সুইচ হিসাবে ব্যবহৃত হয় । এটি উচ্চ দক্ষতা এবং দ্রুত স্যুইচিং ক্ষমতা সম্পন্ন | এটি তিন(০৩) টার্মিনাল বিশিষ্ট একটি পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস। এর তিনটি টার্মিনাল- Emitter, Collector & Gate. এটা উচ্চ ভোল্টেজ এবং উচ্চ কারেন্ট পরিবহনের একটি দ্রুত সুইচিং ক্ষমতা সম্পন্ন সুইচ। IGBT-র Gate-এ অল্প মাত্রার Positive & Negative ভোল্টেজ প্রয়োগ করে একে On & Off করা হয়।
প্রাকট্যিক্যাল ক্ষেত্রে Industrial Inverter/Variable Frequency Drive(VFD) তে এর ব্যাবহারের ফলে বর্তমানে IGBT-র চাহিদা প্রচুর।
IGBT কে বার বার খুব দ্রুত ON-OFF করে Inverter এর Output Voltage-এর Frequency Control করা হয়।
আমাদের দেশে চায়না পণ্যের সমাহারের কারণে IGBT-র Price কম হলেও অত কম নয় যে ইচ্ছে হল আর কিনে নিলাম। তাই কোন Inverter নষ্ট হলে ইচ্ছেমত সব পার্টস না ফেলে একে একে ম্যাক্সিমাম পার্টস গুলো চেক করে দেখতে হবে কোনটা খারাপ হয়েছে।
আর অনেক ক্ষেত্রে কিভাবে IGBT চেক করতে হয় তার প্রকৃত সিস্টেম না জানার কারণে ভালোটাকে খারাপ কখনো কখনো খারাপটাকে ভালো বলে পুনরায় ব্যবহারের চেষ্টা করে অহেতুক সময় নষ্ট করা হয়।