Electrical Technology

No Comments

 Department of Electrical Technology:

বিজ্ঞানী ভোল্টা কর্তৃক বিদ্যুৎ বা Electricity আবিষ্কারের পর থেকেই মূলতঃ আধুনিক সভ্যতার যাত্রা শুরু। Electricity ছাড়া আমাদের জীবন যেমন অচল, Electrical Technology ছাড়াও পৃথিবী তেমনি অচল। কৃষি নির্ভর এবং শিল্পনির্ভর অর্থনীতি এখন পরিপূর্ণভাবে বিদ্যুতের উপর নির্ভরশীল। ভারী শিল্প থেকে শুরু করে ক্ষুদ্র কুটির শিল্প এবং গ্রাম্য কৃষি উপকরণ আজও বিদ্যুতের নিয়ন্ত্রণে। বর্তমান সভ্যতার সকল আধুনিক উপকরণসহ বেঁচে থাকার জন্য যুগোপযোগী Medical Science -এর সকল উপকরণই বিদ্যুৎ নিয়ন্ত্রিত। Electrical Technology কে বাদ দিয়ে সভ্যতার সকল উপকরণই অর্থহীন। সুতরাং বলা যায় সভ্যতার সর্বত্র বিদ্যুতের গুরুত্ব অপরিসীম এবং এর গুরুত্ব চিরদিনই থাকবে। ফলে Electrical Technology এর চাহিদা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।

ইলেকট্রিক্যাল টেকনোলজি তে কর্মসংস্থানঃ

Power Station, DESA, DESCO পল্লী বিদ্যুৎ বোর্ড, গ্যাস Powe

r Grid, LGED, WASA, BTCL বিভিন্ন মোবাইল কোম্পানি এবং যেকোন ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রচুর চাকরির সুযোগ রয়েছে।

এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক গুলোতে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে চাকরির সুযোগ রয়েছে।

Mention and share with your electrical technology department friends