#বাসবার
আজ আপনাদের জন্য বাসবার নিয়ে কিছু লিখব।
বাসবার কি?
উ: বাসবার হল এক প্রকার বিদ্যুৎ পরিবহন পাত্র।এটা তামার তৈরি।ফ্যাক্টরিতে বাসবার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ আমরা বাসবারে প্রদান করে থাকি।বাসবারে বিদ্যুৎ থাকে।এই বাসবার থেকে বিদ্যুৎ আমরা সার্কিট ব্রেকারে নিয়ে ব্যবহার করি।বাসবারে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে তারে লাক্স পড়িয়ে নাট এর মাধ্যমে সংযোগ দেওয়া হয়।বাসবার ব্যবহারের সুবিধা হল এর মাধ্যমে আমরা একাধিক জায়গায় একধিক বিদ্যুৎ সংযোগ খুব সহজে দিতে পারি।ফ্যাক্টরি তে যারা চাকরি করতে ইচ্ছুক তাদের অবশ্যই বাস বার ক্যালকুলেশনটা জানতে হবে।আজ আমরা আপনাদের বাসবার ক্যালকুলেশন টা সহজ করে দিব।
বাসবাস অনেক বড় হতে পারে।সেটা বড় কথা নয়।মূলত বাসবার টা কতটুক উচ্চতা আর কতটুকু মোটা সেটার উপর নির্ভর করে বাসবারের কারেন্ট আম্পিয়ার।
ধরি,আপনার ফ্যাক্টরির ট্রান্সফরমার থেকে প্রত্যেক ফেজে ৬০০ আম্পিয়ার কারেন্ট আসছে।
এখন কি মাপের বাসবার আপনাকে বসাতে হবে?
আগেই বলেছি উচ্চতা আর প্রস্থছেদ টাই বাসবারের মূল বিষয়।বাসবার টা কত বড় সেটা দেখার বিষয় না।বাসবারের পরিমাপ টা অবশ্যই মিলিমিটার হিসাবে করতে হবে।
বাসবারের হিসাব:
উচ্চতা (মিলিমিটার) * প্রস্থছেদ(মিলিমিটার)
৩৫ * ১০ = ৩৫০
এর সাথে ১.৮ গুন করতে হবে।
সুতরাং ৩৫০*১.৮= ৬৩০ আম্পিয়ার।
আপনাকে ৬০০ আম্পিয়ার এর জন্য ৩৫ মিলিমিটার উচ্চতা আর ১০ মিলিমিটার প্রস্থচ্ছেদ সম্পন্ন বাসবার আপনাকে বাছাই করতে হবে।
আপনি এই বাসবার তামা দিয়ে বানাতে পারবেন বা পাটুয়াতলি বা ইলেকট্রনিক মার্কেট থেকে কিনতে পারবেন।
মার্কেটে ১০০*১০
৮০*১০
৪০*১০
৪০*৭
৩০*১০
এই মাপের বাসবার কিনতে পাওয়া যায়।
বাসবার বেশি মাপের কিনতে বা বানাতে হয়।
কারন লোড বাড়তে পারে ভবিষ্যৎ এ।